প্রেস বিজ্ঞপ্তি ঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের উজিরপুর গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির ন্যাশনাল টি কোম্পানীর ঢাকা প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফুল মতিন চৌধুরী ওরফে মনি মিয়ার পিতা ও হাইকোর্টের বিচারপতি ফরিদ আহমেদ শিবলী শুশুর বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা মতিঝিল এলাকার তৎকালীন অবসরপ্রাপ্ত ডিজিএম আব্দুল মতিন চৌধুরীর জানাযা নামাজ গতকাল সোমবার দুপুর ২টায় নিজ বাড়ী উজিরপুর গ্রামে অনুষ্ঠিত হয়। উক্ত জানাযা নামাজে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আত্মীয় স্বজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক, ব্যবসায়ী, স্থানীয় প্রশাসন, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাযা নামাজ শুরুর পূর্বে মরহুম আঃ মতিন চৌধুরীর রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করে বক্তব্য রাখেন মরহুমের পুত্র আশরাফুল মতিন চৌধুরী মনি, ভাতিজা ঢাকাস্থ বানিয়াচং উপজেলা এসোসিয়েশনের আহ্বায়ক তুহিন চৌধুরী, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সচিব মোয়াজ্জেম চৌধুরী শিহাব, ভাগনা জাতীয় সাপ্তাহিক জনতার দলিল এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন। জানাযা নামাজে ইমামতি করেন মরহুমের নিজ বাড়ির মসজিদের ইমাম মাওঃ লুৎফুর রহমান। পরে তাকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, আব্দুল মতিন চৌধুরী দীর্ঘ দিন যাবত বার্ধক্য রোগে ভোগছিলেন। গত ১৬ আগষ্ট রোববার বিকাল ৩টায় ঢাকা কল্যাণপুর এলাকায় নিজ বাস ভবনে ৮০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, নাত-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসর প্রাপ্ত ডিজিএম আব্দুল মতিন চৌধুরী সুফি মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, হবিগঞ্জ যুবলীগের সভাপতি ও হবিগঞ্জ পৌরসভা মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম, মৌলভীবাজার প্রেমনগর ন্যাশনাল টি কোম্পানী ব্যবস্থাপক সৈয়দ বাহাউদ্দিন লিটন, কালিয়ার ভাঙ্গা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কৃষি ব্যাংকের অবঃ ব্যবস্থাপক খয়ের উদ্দিন, সিলেট বার লাইব্রেরী এডঃ আঃ খালিক প্রমূখ। এক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সম্ভপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।