জুয়েল চৌধুরী ,হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে সন্দেহ ভাজন গোরা ফেরার অভিযোগে শালি দুলা ভাইকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় শহরের ব্যাবিষ্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হল, দক্ষিণ সুনামগঞ্জের আছদ্দর আলীর পুত্র সাহেব আলী (৫০) ও সুনামগঞ্জ জেলার বনানী পাড়ার আক্তার হোসেনের স্ত্রী রুনা আক্তার লাকি (২৫)। তারা ওই সময় ভুলবশত পুলিশ সদস্যের বাসায় পবেশ করে।
এসময় পুলিশের সন্দেহ হলে পুলিশ তাদেরকে আটক করে থানায় সোপর্দ করে। এব্যাপারে ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, সন্দেহ জনক ভাবে তাদেরকে আটক করা হয়েছে। অভিভাকরা আসলে তাদেরকে ছেড়ে দেয়া হবে।