বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে থানা পুলিশ জামায়াত নেতা আবদুল মজিদকে (৪০) গ্রেফতার করেছে। তিনি উপজেলার দেওকলস ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় জামায়াত নেতাকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন সাংবাদিকদের বলেন, পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। থানায় তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছেন বলে তিনি জানান।