ডেস্ক: থাইল্যান্ডে বোমা বিস্ফোরণের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ ও তার স্ত্রী জেনেলিয়া ডি’সুজা।
সোমাবর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক মন্দিরের বাইরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পর্যটকসহ অন্তত ২০জনের প্রাণহানি ঘটে। আহত হন শতাধিক মানুষ।
ভয়াবহ এ বিস্ফোরণের সময় সেই মন্দির থেকে খানিকটা দূরে ছিলেন রিতেশ ও সুজা। একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্য ব্যাংককে যান।
বলিউড অভিনেত্রী জেনেলিয়া এক টুইট বার্তায় জানিয়েছেন, বিস্ফোরণের সময় ওই এলাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিলেন তারা। বিস্ফোরণ স্বচক্ষে না দেখলেও, তার প্রচণ্ড আওয়াজ শুনতে পেয়েছেন দুজনেই। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারা। তারা নিরাপদে আছেন।
জেনেলিয়া জানিয়েছেন, তারা নিরাপদে বেঁচে ফিরতে পারলেও যারা প্রাণ হারিয়েছেন, তাদের কথা ভেবে এখনও ভয়ে সিটিয়ে রয়েছেন তিনি। এই ঘটনায় হতাহতদের প্রতি টুইটারে তিনি সমবেদনা জানিয়েছেন।