চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাটে মৎস্য খামারে দুর্বৃত্তদের হামলায় পাহাড়াদার গুরুত্বর আহত হয়েছে।
জানা যায়, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সদর ইউনিয়নের হাসারগাঁও গ্রামের মৎস্য খামারে একই গ্রামের মৃত আঃ খালেকের ছেলে ইমাম হোসেনের নেতৃত্বে একদল দেশীয় অস্ত্রধারী দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় হামলাকারীদের আঘাতে মৎস্য খামারের পাহাড়াদার তাহের আলীর একটি দাঁত ভেঙ্গে যায়।
এলাকাবাসী তাহের আলীকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
এ নিয়ে হাসারগাঁও গ্রামে দু’ পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশংকা বিরাজ করছে।