


হবিগঞ্জ থেকে : হবিগঞ্জ জেলার ৯ থানায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষনসহ বিভিন্ন মামলার ২৯ আসামীকে আটক করেছে। গত সোমবার রাত ১২ টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব আসামীদেরকে আটক করা হয়। আসামীদের মধ্যে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২৯ জন, নিয়মিত মামলার ৫ আসামী রয়েছে। তাদেরকে গতকালই হবিগঞ্জ কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার মাসুদুর রহমান মনির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন এ অভিযান অব্যাহত থাকবে।