এস এইচ টিটু,সৌদিআরব থেকে : মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র হজ্ব। আর এই হজ্ব কে ঘিরে মক্কা মদিনার নগর জীবন অতি ব্যস্ত হয়ে উঠে।খাবার হোটেল থাকার হোটেল রাস্তা মক্কা মদিনার পবিত্র দুই মসজিদ সব খানে লেগে থাকে মস্ত বড় মানুষের মহা ভীড়।
কোথাও তিল ধারনের ঠাই থাকে না যারা কখনো হজ্জের সময়ে মক্কা মদিনা আসেননি তাদের কাছে বিষয়টা খুবই অপরিচিত।ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আল্লাহর মেহমান হাজী সাহেব গন আসতে শুরু করেছেন সেই সাথে মক্কা মদিনা দুটি শহরের ব্যস্ততা বাড়তে শুরু করেছে।
সেই সাথে সৌদি আরবের বিশাল দুটি আন্তর্জাতিক বিমান বন্দর জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দর ও মদিনা প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যস্ততা বাড়তে শুরু করেছে।
কোটি মানুষের সমাগমে মুখরিত হবে আরাফাত ময়দান মোজদালিফা আর মিনা প্রান্তর। বিভিন্ন স্পটে ইতিমধ্যে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি শুরু করেছে আর বাংলাদেশ সরকারের মক্কা মদিনা দুটি হজ্ব মিশনের কর্মতৎপরতা বেড়েছে বাংলাদেশী হজ্ব যাত্রীদের ঘিরে।
দুটি হজ্ব মিশনের প্রস্তুতি চুড়ান্ত ভাবে শেষ হয়েছে। বাংলাদেশ হজ্ব মিশনের সার্বিক তদারকির দায়িত্ব পালন করছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ এবং জেদ্দা কন্সাল জেনারেল এ কে এম শহীদুল করিম।
বাংলাদেশ থেকে এ বছর এক লাখের বেশী হাজী আসছেন পবিত্র হজ্ব পালন করতে।আশা করা যাচ্ছে তারা সবাই সুস্থ ভাবে হজ্ব পালন করে দেশে ফেরত যেতে পারবেন কোন অসুবিধা ছাড়া।