হামিদুর রহমান,মাধবপুর থেকে ॥
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর গ্রামে মদ খেয়ে মাতলামি করার সময় পুলিশের হাতে আটক উজ্জল গোপ (৫০) কে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। বৃহস্পতিবার সকালে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম আদাঐর গ্রামের মৃত জয়কুমার গোপের ছেলে উজ্জল গোপকে মদ্যপায়ি অবস্থায় আটক করে দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমান আদালত তাকে এক মাসের কারাদন্ড প্রদান করেন।