হামিদুর রহমান,মাধবপুর থেকে-ঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘরের একটি পরিত্যক্ত জমিদার বাড়ী থেকে ৩টি পাইপ গান,১৭টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার সকাল ৮টায় বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ধর্মঘর বিজিবি’র জোয়ানরা এ বাড়ীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এ গুলো উদ্ধার করেন। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান গোপন সূত্রে খবর পেয়ে ওই দিন সকাল ৮টায় তার নেতৃত্বে বিজিবি ধর্মঘর বিওপির জোয়ানরা ওই বাড়ীতে অভিযান পরিচালনা করে বাড়ীর ছাদের বিভিন্ন স্থান থেকে ওইগুলো উদ্ধার করে। এ ব্যাপারে থানায় জিডি ও জব্দকৃত অস্ত্র জমা দেয়া হবে।