জুয়েল চৌধুরী, হবিগঞ্জঃ হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় ৩য় তলা ভবণের পাশে মাকড়শার জালের মতো বৈদ্যুতিক তার ছড়িয়ে পড়েছে। যে কোন সময় দূর্ঘটনা ঘটে হতাহতের ঘটনা ঘটতে পারে।
অভিযোগ উঠেছে সম্প্রতি ওই ভবণের ভাড়াটিয়ারা তারে জড়িয়ে আহত হয়েছেন। বার বার কর্তৃপক্ষকে বলার পরও এর কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। অনেক তারই মেয়াদ উত্তীর্ণ হয়েছে। প্রায়ই তারে স্পার্ক হচ্ছে। অনেকেই তারের নীচ দিয়ে চলাচল করতে ভয় পাচ্ছেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, তারের পাশে ভেঁজা জামা কাপড় শুকানো হচ্ছে। এতে করে ঘটতে পারে দূর্ঘটনা।