হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-সিলেট জেলা নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর আমন্ত্রণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত দৈনিক প্রথম আলোর সিনিয়র আর্টিস্ট ও সিনিয়র সাংবাদিক মাসুক হেলাল হবিগঞ্জের গুঙ্গিয়াজুড়ি হাওর এলাকা পরিদর্শন করেছেন।
শনিবার (২২ আগষ্ট) দিনভর আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর সঙ্গে তিনি হাওর পরিদর্শন করেন। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে মিশে তাদের জীবনজীবিকার গল্প শুনেন তিনি। শিশুদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদেরকে ছবি তোলা শেখান।
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৪ আগস্ট জেলার বাহুবল উপজেলার আলিফ সোবহান বিশ্ববিদ্যালয় কলেজে বঙ্গবন্ধুর ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে মাসুক হেলাল শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর চিত্রকর্ম একেঁ দেখাবেন।
এ ছাড়া হবিগঞ্জের চা-বাগান ও চা-শ্রমিকদের জীবনযাপন কাছ থেকে দেখার জন্য তিনি চা-বাগান পরিদর্শন করবেন। মাসুক হেলাল হবিগঞ্জ সার্কিট হাউজে অবস্থান করছেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৮৭ সালে পাস করা মাসুক হেলাল বর্তমানে দৈনিক প্রথম আলোর সিনিয়র আর্টিস্ট ও সিনিয়র সাংবাদিক হিসেবে কর্মরত আছেন।
মাসুক হেলাল তার সৃজনশীল কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে এ পর্যন্ত ১২ বার জাতীয় পুরস্কার পেয়েছেন। এর মধ্যে চলচ্চিত্রে হূমায়ুন আহমেদের ‘আগুনের পরশমণি’, শাহরিয়ার কবিরের ‘৭১ এর যিশু’সহ উল্লেখযোগ্য চলচ্চিত্রে শিল্প নির্দেশনার জন্য পাঁচ বার জাতীয় পুরস্কার পেয়েছেন। হূমায়ুন আহমেদের ‘জনম জনম’, ‘প্রিয়তমেসু’, বদর উদ্দিন ওমরের ‘সামরিক শাসন’সহ সাতটি বইয়ের মোড়কের জন্য জাতীয় পুরস্কারে ভূষিত হন।
এ পর্যন্ত মাসুক হেলালের চিত্রকর্মের সংখ্যা আনুমানিক ১৩ হাজারের বেশি। চিত্রকর্মের পাশাপাশি মাসুক হেলালের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘কয়েক জন মানুষ’, ‘আঁখি মঞ্জিয়া দেখি রূপ’ (চিত্রকলাবিষয়ক), ‘চর্যা মা খাবে’ (শিশুতোষ)। মাসুক হেলালের চিত্রকলাবিষয়ক বই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে পাঠ্যবই হিসেবে পড়ানো হয়।