মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ জয়ন্ত মালাকার (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই সামছ-ই-তাব্রীজের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে।
এ সময় তার দেহ তল্লাশী করে ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে তাকে মাধবপুর থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেফতারকৃত জয়ন্ত পৌর এলাকার মালাকার পাড়ার সমীর মালাকারের পুত্র।