ডেস্ক : হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে বিমানবন্দর যেতে পারে সে জন্য ফ্রি গাড়ি সার্ভিস ব্যবস্থা করেছে ট্রাফিকের উত্তর বিভাগ। এছাড়া সেবা ও সচেতনা সৃষ্টি করতে চালক ও মালিকদের সঙ্গেও বৈঠক করেছে পুলিশ।
শনিবার বিকেলে উত্তরা ট্রাফিক জোনের সিনিয়র এসি জিন্নাত আলী মোল্লার সভাপতিত্বে ও তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সিনিয়র এসি আবু ইউছুফের তত্ত্বাবধানে আব্দুল্লাহপুরে ট্রাফিক পুলিশ ও গাড়ি চালক-মালিকদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উত্তরা ট্রাফিক বিভাগের ডিসি প্রবীর কুমার রায়।
ডিসি বলেন, ‘হজযাত্রীদের জন্য হজক্যাম্প থেকে বিমানবন্দর পর্যন্ত ফ্রি গাড়ি সার্ভিসের ব্যবস্থা করায় ট্রাফিক ও হজযাত্রীর উভয়েই উপকৃত হবে।’
হজযাত্রীরা যাতে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার না হয় এ আহ্বান জানিয়েছে তিনি বলেন, ‘পুলিশ যেভাবে চাচ্ছে, হজযাত্রীরা সেভাবে বিমানবন্দর গেলে যানজটের সৃষ্টি হবে না।’
ডিসি গাড়ি চালকদের উদ্দেশে বলেন, ‘আপনারা সহযোগীতা না করলে ট্রাফিক পুলিশের একার পক্ষে রাস্তার শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। মামলা করেও এর সমাধান সম্ভব নয়। যেখানে সেখানে যাত্রীদের উঠানো-নামানোর ফলে যানজট তীব্রতর হয়। চলন্ত গাড়িতে যাত্রী উঠাতে গিয়ে কেউ আহত বা নিহত হলে উত্তেজিত জনতা গাড়ি পুড়িয়ে দেয়, রাস্তা ব্যারিকেট দেয়। নিহত ব্যক্তির অপূরণীয় ক্ষতির দায়ভার কে নেবে চালক-মালিকদের প্রতি এ প্রশ্ন রেখে রাস্তায় আড়াআড়ি গাড়ি না রাখা, প্রতিযোগীতা না করা এবং বাম লেনের গাড়ি না আটকানোর জন্য আহ্বান জানান।