মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদর বিশ্বের বৃহত্তম গ্রামটির প্রত্যেকটি পাকা সড়ক খানাখন্দে পরিণত হয়েছে। ফলে জনদুর্ভোগ চরমে । পৌরসভা না হওয়ায় পানি নিষ্ক্শনের জন্য কোন একটি রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা নেই। অধিকাংশ ৮/১০ফুট প্রসস্ত পাকা রাস্তার ও সাইড ও মেঝের অংশের কংক্রিট, বিটুমিন সরে যায়।
ফলে স্থানে স্থানে গর্তেও সৃষ্টি হয়েছে। কাদা ময়লায় একাকার সড়ক যেন বানিয়াচংবাসীর নিত্য সঙ্গী। ভাঙ্গাচোরা সড়কের সঙ্গে যুক্ত হয়েছে রিক্সা, টেলাগাড়ি, সিএনজি, টমটম, ট্রলি,ডায়না জাতীয় পরিবহন। সব মিলিয়ে দূর্ভোগের জনপদে পরিনত হয়েছে পৃথিবীর বৃহত্তম গ্রামের সর্বত্র। রাস্তার এমন হাল হলেও তা সারানোর কোন উদ্যোগই তেমন চোখে পড়ছে না। বরং দিন দিন প্রতিটি সড়কের অবস্থা আরও বেহাল হচ্ছে। সদরের বেশ কয়েকটি রাস্তা প্রায় চলাচলের অনুপযোগি হয়ে পড়ছে।
এসব রাস্তা একটু বৃষ্টি হলেই ডুবে যায় অনেকাংশ। জনাব আলী কলেজ রোড, এল আর সরকারী উচ্চ বিদ্যালয় রোড, বড়বাজার, আদর্শ বাজার রোডে পথচারী চলাচলে কোন সুবিধাই থাকে না। বানিয়াচং সদরের বড়বাজার-জনাব আলী কলেজ রোড, গ্যানিংগঞ্জ বাজার, ছিলাপাঞ্জা সড়ক, বড়বাজার-সারেং বাজার সড়ক, বড়বাজার নন্দীপাড়া সড়ক, আদারবাড়ি-গ্যানিংগঞ্জ-কুন্ডরপাড় সড়ক, গ্যানিংগঞ্জ বাজার-গার্লস স্কুল-বড় বাজার সড়ক, নুতনবাজার-৫/৬নং বাজার-বড় বাজার সড়ক, আদমখানী-শৈদ্যা টুলা আদর্শ বাজার সড়ক, কুতুব খানী রোড, শরীফখানী সড়ক, বনমথুরা সড়ক, শেখের মহল্লা রোড, হাসপাতাল সড়কের স্থানে স্থানে জমে আছে আবর্জনা।
স্থানে স্থানে গর্ত আর ভাঙ্গাচুরা রাস্তায়ই ছোট ছোট যানবাহন চলাচল করে হেলেদুলে। সামান্য বৃর্ষ্টিতে রাস্তায় হেটে চলাই দায়। অন্যদিকে খাল-নালা বন্ধ হয়ে যাওয়ায় বানিয়াচং এ জলাবব্ধা এক মহামারিতে রূপ নিয়েছে। এ বিষয়ে বানিয়াচং সদর দক্ষিন পশ্চিম-ইউ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বলেন, বানিয়াচং গ্রামবাসীর প্রতি বিমাতা সুলভ আচরণ করা হচ্ছে।
বানিয়াচং সদরের ৪ ইউ.পিতে যৎসামান্য অর্থ বরাদ্ধ আসে এ দিয়ে কিছু করার নেই। পৌরসভা হলে হয়ত শত সহ¯্র কোটি টাকা বরাদ্ব আসত। তাই সময়ের দাবি বানিয়াচংকে নাগরিক সুবিধা দিয়ে রাস্তা খাল-নালা উদ্ধার করে যুগোপযোগি উন্নয়নে গ্রামবাসীকে আরও সচেষ্ট হওয়ার আহবান জানান।