নিজস্ব প্রতিনিধি ঃ বাহুবল উপজেলার লামতাসী গ্রামে সাবেক ইউ/পি সদস্য, বিশিষ্টি মুরুব্বী ও পাঁচ গায়ের নেতা আলহাজ্ব শামছুল হোসেন দরবেশ গতকাল মঙ্গলবার ৩টায় নিজ বাড়িতে মারা গেছেন।
মৃত্যুকালে তার বয়স ছিল (৭৩) বছর। তিনি ২ ছেলে, ৬ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়সজন রেখে গেছেন।
আজ বুধবার বিকাল ৪টায় মীরপুর আলিফ সোবাহান ডিগ্রী কলেজ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
এতে সকল ধর্মপ্রাণ মুসলামন ভাইদের জানাযার নামাজে অংশ করার জন্য বিনীত অনুরোধ করছেন মরহুমের বড় ছেলে ফয়সল আহমেদ। শোক সন¯ুÍপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন- বাহুবল-নবীগঞ্জ আসনের সংসদ সদস্য এমএ মুনিম বাবু, সংরক্ষিত আসনে মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, বাহুবল উপেজেলা চেয়ারম্যান আব্দুল হাই, হবিগঞ্জ সদর উপজেলার চেয়াম্যামন সৈয়দ আহমদুল হক, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক প্রথম সেবার সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সাংবাদিক আলাউদ্দিন, আবুল হাসান ফায়েজ ।