আজিজুল হক নাসি/হামিদুর রহমান : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চন্ডি মাজার সংলগ্ন এলাকা থেকে ৭৫ হাজার টাকা মূল্যের ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে উপজেলার চিমটিবিল সীমান্ত ফাঁড়ির ৫৫ ব্যাটলিয়নের সদস্যরা।
৫৫ ব্যাটলিয়ন সুবেদার রাই মোহন সিংহ মারফত জানা যায়,গত ২৫ আগস্ট রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে কয়েক জন বিজিবি সদস্যকে সঙ্গে নিয়ে তিনি চন্ডছরি ছুটে যান এবং সেখানকার রাস্তার পাশ থেকে চটে মোড়ানো ভারতীয় ম্যাক দোয়েল রিসিভার হুইস্কি মদের কার্টনটি উদ্ধার করেন।
তাঁর ধারণা ব্যবসায়ী এখানে কার্টনটি রেখে গাড়ির অপেক্ষা করছিল কিন্তু বিজিবিদের আঁচ পেয়ে পালিয়ে যায়।