মাধবপুর থেকে সংবাদদাতা : মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকা থেকে গতকাল বুধবার দুপুরে ২৮ পিছ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানাযায়-বুধবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ধর্মঘর বিওপির সুবেদার আবেদ আলীর নেতৃত্বে জোয়ানরা ওই এলাকায় অভিযান চালিয়ে ২৮ পিছ ইয়াবাসহ ধর্মঘর গ্রামের এরশাদ আলীর ছেলে মাদক পাচারকারী জমশেদ আলী (৪০)কে আটক করে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়।