বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার এক পথচারীসহ তিনটি মাইক্রো (লাইটেস), একটি রেস্টুরেন্ট ও তিনটি ঘুড়ের দোকানে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
অভিযান চলাকালিন সময়ে প্রকাশ্যে ধুমপান করায় গোবিন্দগঞ্জ এলাকার মবশ্বির আলী (৪০) তিন শতটাকা, মটরযান আইনে তিনটি মাইক্রো গাড়িকে তেরশত টাকা, অপরিছন্নতার কারনে উপজেলা শহরের পুরানবাজারের আল-রাজ্জাক রেষ্টুরেন্টকে পচিঁশ শত টাকা ও তিনটি ঘুড়ের (ঢং) দোকানকে নয়শত টাকা টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক, সেনেটারী ইনসপেক্টর অলিক গোবিন্দ সরকার, পিএসআই রেজাউল করিম পান্নু।