বদরুল আলম চৌধুরীঃ দ্বিতীয়বারের মতো গত বুধবার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক বাজারে দীঘলবাক ট্রাষ্ট ইউকে কর্তৃক বন্যা দূর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে। এসময় দীঘলবাক ইউনিয়ন এর চেয়ারম্যান ছালিক মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তরুণ সমাজ কর্মী শাহিন শাহ লিমনের পরিচালনায় উক্ত আলোচনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন অনলাইন পত্রিকা ইউরোবাংলা সিলেট এর সম্পাদক এমএ আহমদ আজাদ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন মাসিক নবীগঞ্জ দর্পণ এর সম্পাদক এম শহিদুজ্জামান চৌধুরী, দীঘলবাক ইউনিয়ন ট্রাস্ট ইউকের সদস্য মুহাম্মদ সেলিম মিয়া,আউশ কান্দি ভাই ভাই সংগীত একাডেমি পরিচালক সাংবাদিক মুজিবুর রহমান মুজিব,এনটিভি নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, ইনাতগঞ্জ উজ্জিবন শিল্পী গোষ্ঠির সভাপতি সাংবাদিক আহমদ আবুল কালাম ,ইউপি সদস্য ফখরুল ইসলাম,কসবা নিউজ সম্পাদক বদরুল আলম চৌধুরী।
এছাড়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম, সমাজ সেবক আব্দুর রশীদ, ব্যবসায়ী হুমায়ূন কবির , সাংবাদিক রুহুল আমিন পাপ্পু, হুসাইন রাফি প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মিজানুর রহমান।