মাধবপুর থেকে সংবাদদাতা ॥ হবিগঞ্জের মাধবপুরে জাল টাকা ব্যবসায়ী ফজর আলী ওরফে শাহ আলমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় থানার এসআই মাসুদ মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত নজর আলীর ছেলে ফজর আলী ওরফে শাহ আলম দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসায় করে আসছে। গত ৩ জুলাই ৮১ হাজার জাল টাকাসহ তার অন্যতম সহচর সোহেল র্যাবের হাতে আটক হয়। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে গ্রেফতার করে।