মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকেঃ
নানার বাড়ি বেড়াতে এসে জীবিত কৈ মাছ খেয়ে লাশ হয়ে বাড়ি ফিরলো সিয়াম আহমদ নামের ১ বছর বয়সের এক শিশু। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধায় নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বাউশা গ্রামে।
সূত্রে জানাযায়, বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামের শাহিনুর আহমদ তার ছেলে সিয়ামসহ স্বপরিবার নিয়ে ৩/৪ দিন পূর্বে তার শ^শুর বাড়ি নবীগঞ্জের বাউশা গ্রামে বেড়াতে আসে। আত্মীয়দের খাওয়াতে বাজার থেকে শাহিনুররের শ^শুর কিনে আনেন স্বাদের কৈ মাছ। কিন্তু এই কৈ মাছই কাল হয়ে দাড়ালো সিয়ামের।
ওই কৈ মাছগুলো রান্না করার জন্য একটি পাত্রে রাখেন সিয়ামের নানী। বিকাল ৫টার দিকে ঘরের মানুষের অজান্তে একটি কৈ মাছ মুখে ডুকিয়ে ফেলে সিয়াম কিন্তু মাছটি জীবিত হওয়ায় নরাচরা করে ভিতরে চলে যায় এবং গলায় নরাচরা করতে দেখা যায়। সিয়ামের চিৎকারে তার মাসহ ঘরের মানুষ এগিয়ে আসলে দেখতে পান তার গলার ভিতর জেতা কই মাছ আটকে আছে। সাথে সাথে সিয়ামকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে দায়ীত্বরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন।