নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে সাবিহা আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। আত্মহননকারী সাবিহা ওই গ্রামের আব্দুস সহিদ মিয়ার মেয়ে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধায়। ময়না তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রামের একটি কবরস্থানে দাফন করা হয়েছে।
সূত্রে জানাযায়, গজনাইপুর গ্রামের আব্দুস সহিদ মিয়ার মেয়ে দিনারপুর উচ্চ বিদ্যালের ৭ম ছাত্রী সাবিহা আক্তার (১৪) গত বুধবার বিকালে ঘরের লোকজনের অগচরে ঘরের একটি কক্ষে দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকে। সন্ধার দিকে তাকে না পেয়ে খুঁজাখুঁজি করতে থাকেন ঘরের লোকজন। এক পর্যায়ে দেখতে পান একটি কক্ষে সে দরজা বন্ধ করে আছে।
অনেক ডাকাডাকির পরও ডাকের কোন সারা দেয়না এবং দরজাও খুলেনা এমনতঅবস্থায় ঘরের লোকজনের সন্দেহ হলে দরজাটি ভেঙ্গে কক্ষের ভিতরে প্রবেশ করে দেখতে পান তীরের সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে সে ঝুলে আছে। উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চকিৎসক সাবিহাকে মৃত্য ঘোষনা করেন। পরে পুলিশ লাশটিকে উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করে।
ময়না তদন্দ শেষে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তার গ্রামের বাড়ি গজনাইপুরের একটি মাঠে জানাজা শেষে একটি কবরস্থানে দাফন করা হয়। সাবিহার পরিবারের লোকজনের সাথে একাধীকবার যোগাযোগ করার পরও তার আত্মহত্যার কোন কারন জানাযায়নি।
তারা জানান, সাবিহার সাথে পারিবারিক কোন কহল ছিল না তবে কি কারনে সে আত্মহত্যার পথ বেচে নিল আমরা তা জানিনা।