বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথে আলকাছ আলী (৫০) নামের সাঁজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার মুন্সিরগাঁও গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বিশ্বনাথ থানা পুলিশ তাকে উপজেলার সীমান্তবর্তী লাকেশ্বর বাজার থেকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ থানার এসআই সুমন চন্দ্র সরকার।
তিনি জানান, অভিযানে এসআই দিপন চন্দ্র সরকার, তোফাজ্জুল হোসেন, এএসআই হুমায়ূন কবির,ইয়াকুব আলীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের অভিযান চালিয়ে লাকেশ্বর বাজার থেকে পলাতক আসামী আলকাছ আলীকে গ্রেফতার করা হয়েছে। সে মারামারি ঘটনার একটি মামলায় প্রায় ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।