আজিজুল হক নাসির:চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নস্থ আমুরোড বাজারে মুক্তিযোদ্ধাদের নির্ধারিত জায়গায় ভবন নির্মাণের লক্ষ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।২৮ আগষ্ট বিকাল ৪টায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন,ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এমরান হোসেন ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান আজাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হক,ইউনিয়ন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জালাল উদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা সদস্য রমিজ আলী,আব্দুর রহিম।
উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা নমির খাঁন,রহিম খাঁন,আব্দুল কাইয়ুম,আব্দুস সামাদ,ফিরোজ মিয়া,মুক্তিযোদ্ধা সন্তান শামীম আহম্মদ সহ আরও অনেক মুক্তিযোদ্ধা সন্তান।
বৈঠকে এলাকার বিত্তবান ও সরকারি বেসরকারি দাতাদের কাছ থেকে সহযোগিতা গ্রহণের মাধ্যমে একটি ভবন নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান আজাদ জানান,দশ জনের সহযোগিতা না পেলে জাতির এ শ্রেষ্ঠ সন্তানদের সপ্ন পূরণ কঠিন হবে ।
যারা ভবনটি নির্মাণে সহযোগিতা করবেন তাঁদের নাম তালিকা দেয়ালে টাঙ্গিয়ে রাখা হবে বলেও জানান তিনি।বৈঠক শেষে ভবন নির্মাণের জন্য নির্ধারিত ¯থানে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়।