চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট দুর্গাপুর ইয়াং স্টার ক্লাবের অফিস উদ্ধোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় দুর্গাপুর সড়ক বাজারে ফিতা কেটে অফিস উদ্ধোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চেীধুরী। উদ্ধোধন শেষে ক্লাবের সভাপতি মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ রাজু আহমেদের পরিচালনায় অফিস কক্ষে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অফিস উদ্ধোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চেীধুরী।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আকবর আলী, মোঃ সুফি মিয়া, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের কার্যকরি সদস্য ও দুর্গাপুর আলোর পথে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফজলুল হক তালুকদার কাজল. দুর্গাপুর বাজার গ্রাম বাংলা ক্যাবল টিভি নেটওয়ার্কের পরিচালক আলহাজ্ব আঃ মালেক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লুৎফুর রহমান, মোঃ ফিরুজ আহম্মদ দেওয়ান, জেলা ছাত্রদল নেতা এমদাদ আহমেদ চৌধুরী।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও দুর্গাপুর বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম। উক্ত উদ্ধোধনী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।