এস এইচ টিটু,সৌদিআরব থেকে : শনিবার(২৯ আগষ্ট)স্থানীয় সময় সকাল সাতটায় মদিনা হজ্জ মিশনের সামনে মোসাম্মাৎ মারুফা শাহজাহান শায়লা(৩৭)নামের এক জন নারী হজ্জ যাত্রী মৃত্যু বরন করেন।
শায়লা গত ১৯ আগষ্ট তারিখে বিমানের বিজি -৫০১৭ ফ্লাইটে সরকারী ব্যবস্থাপনায় সৌদি আরবে আসেন। তার পাসপোর্ট নাম্বার বিই০৬৫৭২৭১ হজ আইডি নাম্বার ৯৯৬৩২৭৮। তিনি গাইবান্ধা জেলার সদর উপজেলার পূর্বাপাড়া গ্রামের শাহজাহান বাবুর সহধর্মীনি।
এ নিয়ে চলতি বছর মোট মৃত হাজীর সংখ্যা দাড়ালো আট জনে। এদের মধ্যে সাত জন পুরুষ, একজন মহিলা।
অভিযোগ রয়েছে মদীনা হজ্জ মিশনে ভাল এ্যাম্বুলেন্স না থাকায় অনেক বছর আগের পুরনো এম্বুলেন্সএ হাজীদের আনা নেয়া করা হয়। এতে হাজীদের দারুন ভোগান্তির শিকার হতে হয়। শায়লা নামের নারী হজ্জ যাত্রীও পুরুনো গাড়িতেই মৃত্যুবরণ করেন।