হামিদুর রহমান,মাধবপুর থেকে-হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকা থেকে ৩লক্ষ টাকার ভারতীয় প্যান্ট পিছ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল সাজ্জাদ হোসেন জানান,রবিবার ভোর সাড়ে ৬ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হোটেল হাইওয়ে ইন লিমিটেডের উত্তর পাশে চোরাকারবারীদের ধাওয়া দিয়ে ৩লক্ষ ১ হাজার ২শত টাকা মূল্যের ৩০১ মিটার ভারতীয় প্যান্ট পিছ আটক করে। এ সময় বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।