হবিগঞ্জ প্রতিনিধি ঃ কেন্দ্রীয় ছাত্রদলের বিল্পবী সভাপতি রাজীব আহসানের নিঃশর্ত মুক্তির ও সাধারন সম্পাদক আকরামুল হাসান মিন্টু ভাইয়ের নামে সাজানো মিথ্যা মামলায় চার্জশীট গঠনের প্রতিবাদে জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও সদর উপজেলা সদস্য সচিব শাহ রাজিব আহমেদ রিংগন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পরে শায়েস্তানগর তেমুনিয়া পয়েন্টে জেলা ছাত্রদল নেতা সৈয়দ জনির পরিচালনায় পথসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল নেতা শাহ মুর্শেদ আলম, আমিনুল হহক বাপ্পি, মিশু আহমেদ, নাদিম মুন্সি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান তারেক, থানা ছাত্রদলের মাজহারুল ইসলাম রাব্বি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ হৃদয়, যুগ্ম আহবায়ক সৈয়িদ জিলানী নাঈম, পলিটেকনিকেল কলেজের যুগ্ম আহবায়ক আরিফ আহমেদ, রানা আহমেদ, আমিন, বৃন্দাবন কলেজ ছাত্রদলের আতাউর রহমান রিপন,শাকিল মুর্শেদ, পরান চৌধুরী, এইচ এম সজীব আহমেদ, রেদুয়ান আহমেদ, মোস্তাফিজুর রহমান বিল্লাল প্রমুখ।
সংক্ষিপ্ত পথসভায় শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, অবিলম্বে কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং কেন্দ্রীয় সংসদের বিল্পবী সাধারন সম্পাদক আকরামুল হাসান মিন্টু ভাইয়ের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।