মোঃ রহমত আলী ॥ বানিয়াচঙ্গ সদরের আদার বাড়ি রাস্তাটি সংস্কারের অভাবে পরিবাহন চলাচল বন্ধের উপক্রম হয়েছে। সাম্প্রতিক বৃষ্টির পানি রাস্তায় উপচে পড়ায় স্থানে স্থানে খনা-খন্দে ভরে গেছে।
স্থানীয় জনতা স্বেচ্ছা শ্রমের মাধ্যমে সংস্কারের লক্ষ্যে ৩নং বানিয়াচং দক্ষিন পূর্ব ইউনিয়ন কমপ্লেক্স মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগষ্ট সোমবার বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ৩নং বানিয়াচং দক্ষিন পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।
এলাকাবাসী ও সেচ্ছাসেবীর মাধ্যমে রাস্তা সংস্কার করে পরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঃ হান্নান ঠাকুর, হাজী ইসলাম উদ্দিন, আছাদ উল্লা মাস্টার, মোঃ নুর মিয়া, মোঃ রতু খান, মোঃ শাহজাহান, মোঃ মাহমুদ মিয়া, মোঃ আবুল ফজল, মোঃ জুয়েল মিয়া, মোঃ সবুজ মিয়া, মোঃ নজির হোসেন, মোঃ দুলাল মিয়া, মোঃ মহিবুর রহমান প্রমুখ।