বিশ্বনাথ প্রতিনিধি : ধারাবাহিত বর্ষণে সিলেটের বিশ্বনাথের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলী জমি। উপজেলার প্রায় ৮টি ইউনিয়নে আমন ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকরা পড়েছেন দুঃচিন্তায়। ফের জমিতে চারা লাগাতে পারবেন না কৃষকরা কারণ ইতিমধ্যে জমিতে নির্দিষ্ট পরিমানের সবগুলো চারা রোপন করেছেন। তাদের কাছে আর কোন বাড়তি চারা নেই।
পাহাড়ি ঢল ও প্রবল বর্ষনে লামাকাজি ইউনিয়নের ভুরকী, ইশবপুর, মঙ্গলগীরি, হামজাপুর, তিলকপুর, হাজারীগাঁও, সোনাপুর, রসুলপুর, মির্জারগাঁও, খালপার, মাধবপুরসহ উপজেলার আরো কিছু গ্রামে আমন ফসলের জমি পানিতে তলিয়ে গেছে।
কেশবপুর গ্রামের একেএম দুলাল বলেন, ক্ষেতের অবস্থা খুব খারাপ।পানি নিয়ে গেছে আমন ফসল। তিনি বলেন, আশা ছেড়ে দিয়েছি, আমন ফসল ঘরে তোলার স্বপ্ন ভেঙ্গে দিল পানি। তিনি কৃষকদেরকে সহযোগিতা করার জন্য সরকারের প্রতি জোরদাবি জানান।
কৃষি অফিস সূত্র জানায়, প্রায় ৬ শত হেক্টর আমন ধানের ফসলী জমি পানিতে তলিয়ে গেছে। উপজেলা লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন ছাড়া অন্য কোন ইউনিয়নে ফসলী জমি পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি।
উপজেলা কৃষি অফিসার মো. আলী নূর বলেন, প্রায় ৬ শত হেক্টর আমন ফসলের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। ক্ষতির কোন আশংকা নেই। দুই একদিন বৃষ্টি না দিলে ফসলের ক্ষতি হবেনা বলে তিনি জানান।