চুনারুঘাট প্রতিনিধি॥ চুনারুঘাটে দুর্বৃত্তদের হামলায় বৃদ্ধা আহত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা গাজিপুর ইউনিয়নের পাটাবিল গ্রামের বাড়ির পানি নিস্কাসন নিয়ে গ্রামের আম্বর আলীর বৃদ্ধা স্ত্রী মোছাঃ সারবান বানু (৬০) কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্ব আহত করেছেন একই মৃত সুরুজ আলী পুত্র ইয়াকুত মিয়া বুল্লাসহ একদল দুর্বৃত্ত(৪৫)।
আহত অবস্থায় বৃদ্ধা সারবানুকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, মৃত সুরুজ আলী পুত্র ইয়াকুত মিয়া বুল্লার বিরুদ্ধে চুনারুঘাট থানায় আরও বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। যা এখনও বিচারাধীন আছে। ঘটনার পর থেকে ইয়াকুত মিয়া বুল্লা বৃদ্ধা সারবান বানুর পরিবার পরিজনদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।