বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বিএনপির ৩৭তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বেলা আড়াইটায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য সুহেল আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম কছির, যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, বশির আহমদ, মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, বিএনপি নেতা হাফিজ আরব খান, আবদুল জলিল, জাহিদ হোসেন বজলু, জামাল আহমদ, সিলেট জেলা শ্রমিকদলের যুগ্ম-সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা শামিম আহমদ, সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান নুর আসাদ, মোতাহির আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কদর আলী, আবদুল লতিফ, ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, যুবদল নেতা শাহজাহান আলী,আবু সুফিয়ান, সাদেক আলী, রানা মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য আলাল আহমদ, খালেদ আহমদ, গিয়াস উদ্দিন, শাহজাহান, রুহেল আহমদ কালু, রাজু আহমদ, আমির হামজা, কিরণ্য বৈদ্য, জুনেদ আহমদ জুনু, সমর আলী, কলিম উদ্দিন, একে রাজু, শ্রমিকদলের যুগ্ম-আহবায়ক আনসার আলী, বাবুল মিয়া প্রমূখ।
এসময় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার দেওকলস ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিক আলীর মৃত্যুত্বে শোক প্রকাশ ও মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।