বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জ-বানিয়াচং সড়কে গণ-ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শুটকি ব্রিজের কাছে সড়কের মোড়ে ডাকাতির ঘটনাটি ঘটেছে। ডাকাতরা বেশ কয়েকটি গাড়ি আটকিয়ে ভাংচুর ও যাত্রীদের মারধর করে টাকা, মোবাইলসহ অন্যান্য মালামাল হাতিয়ে নেয়। ডাকাত আক্রান্ত আমিরখানি গ্রামের মাইক্রো চালক বাবুল ঠাকুর জানান, সিলেটে ৩দিন পুলিশের ডিউটি করে ওই রাতে বানিয়াচঙ্গে ফিরছিলেন। শুটকি ব্রিজের কাছে সড়কের মোড়ে পৌছার পর ডাকাতদের ফেলে রাখা গাছের ব্যারিকেডের কারণে আটকা পড়েন। বাবুল ঠাকুরের মাইক্রোবাসসহ একটি কার, একটি নোহা গাড়ি, ম্যাক্সি, সিএনজি ও মোটর সাইকেলসহ বেশ কয়েকটি গাড়ি আটকা পড়ে। এ সময় ডাকাতরা যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে বেধে ফেলে। পরে ভাংচুর ও যাত্রীদের মারধর করে নগদ টাকা ও মোবাইলসহ অন্যান্য মালামাল লুটে নেয়। এ ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।