আজিজুল হক নাসির:০৩/০৯/২০১৫ তারিখে নিজ স্ত্রী(শ্যামা চৌধুরী) কে নিয়ে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব হজ্ব ক্যাম্পে পৌঁছেছেন। চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু গত বুধবার স›ধায় ঢাকা হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্ধরের উদ্দেশ্যে রওনা হবার আগে বৃষ্টিকে উপেক্ষা করে উনার নিজ বাড়িতে জনতার ঢল নামে ।ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ,ছাত্রÑশিক্ষক সহ উনার ভক্ত বৃন্দরা তাদের প্রাণ প্রিয় চেয়ারম্যানকে বিদায় জানাতে ছুটে যান উনার বাড়িতে।ইউপি চেয়ারম্যান তাঁর প্রতি জনগনের ভালবাসা দেখে কেঁদে ফেলেন।সবার কাছে দোয়া কামনা করেন এবং সবার জন্য দোয়া করেন।উনার অবর্তমানে দায়িত্ব প্রাপ্ত চেযারম্যান দুলাল ভুঁইয়া সহ ইউনিয়নের সচেতন ব্যক্তিদের ইউনিয়নবাসির প্রতি বিশেষ খেয়াল রাখার অনুরোধ জানান।উনার সহযাত্রী আমুরোড বাজার পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান আজাদ ও তাঁর স্ত্রী স্কুল শিক্ষিকা শামসুন্নাহার ও সবার কাছে দোয়া কামনা করেন।বৃষ্টি ও বিভিন্ন অসুবিধার কারনে যাদের সাথে দেখা সাক্ষাত হয়নি তাদের প্রতিও দোয়া কামনা করেন।