প্রেস বিজ্ঞপ্তি ॥ ৪ ও ৫ সেপ্টেম্বর দুই দিন ব্যাপী সিলেট হযরত শাহজালাল (রহঃ) দরবার শরীফে ৬৯৬ তম পবিত্র ওরশ। জানা যায, প্রতি বছরের ন্যায় এবারো শান্তিপূর্ণ ভাবে হযরত শাহজালাল (রহঃ) এর দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা ফতেউল আলম ও হযরত শাহ জালাল (রহঃ) এর সফর সঙ্গী তরফ রাজ্য বিজয়ী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১২০ আউলিয়ার মুড়ারবন্দস্থ সিপাহসালার (মদনী) হযরত সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) পূর্ব-পশ্চিম রওজা দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা সৈয়দ সফিক আহমেদ চিশতী পরিচালনায় হযরত শাহজালাল (রহঃ) দরবার শরীফে ৪ সেপ্টেম্বর সকাল ৯টায় গিলাপ চড়ানো মধ্য দিয়ে ৬৯৬ তম পবিত্র ওরশ এর কার্যক্রম শুরু। এ উপলক্ষ্যে দুই দিনব্যাপী দরবার শরীফে কোরআন খতম, জিকির আসকার, সামা, মিলাদ মাহফিল ও ৫ সেপ্টেম্বর গভীর রাত সোয়া ৩ টায় আখেরী মোনাজাতের পর সমাপ্ত হবে। এ পবিত্র ওরশে সারা দেশে হাজার হাজার আশেকান ভক্তবৃন্দ সমাগম হয়। উক্ত পবিত্র ওরশ সফল করার লক্ষ্যে আশেকান ভক্তবৃন্দকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন দরবার শরীফের খেদমতদার গণ।