গত কয়েক দিনের বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মাধবপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত ৩ দিনে প্রায় দেড় ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে শত শত হেক্টর রোপা আমন ও বেশ কিছু বীজতলা পানিতে তলিয়ে গেছে। আংশিক পানি বৃদ্ধির কারণে রোপা আমনের ক্ষতিতে কৃষকরা দিশে হারায় পড়েছে। উপজেলার বাঘাসুরা, আন্দিউড়া, জগদীশপুর, আদাঐর, শাহজাহানপুর উপজেলা সদর সহ নিম্নাঞ্চলের বিস্তৃণ এলাকায় এখন পানিতে থইথই করছে। এ বছর রোপা আমন মৌসুমে বৃষ্টিপাত হওয়ায় কৃষকরা বুকভরা আসা নিয়ে জমিতে রোপা আমন লাগিয়ে ফলনের আশার আলো দেখছিল। হঠাৎ করে উজান থেকে নেমে আসা পানিতে কৃষকদের জমি তলিয়ে গেছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক জানান, এ বছর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার হেক্টর রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইতিমধ্যেই ৭ হাজার হেক্টর জমি রোপন করা হয়েছিল। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গত ৩ দিনে পানি বৃদ্ধির কারণে প্রায় সহস্রাধিক একর রোপা আমন বীজতলা পানিতে তলিয়ে গেছে। দ্রুত পানি না সরলে এসব জমির ফসল বিনষ্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে। জগদীশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, এই ইউনিয়নের অধিকাংশ কৃষক রোপা আমনের ওপর নির্ভরশীল। হঠাৎ করে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকের সর্বনাশ হয়েছে। কৃষক আজগর আলী জানান, ধার কর্জ করে জমি রোপন করেছিলাম। কিন্তু পানিতে তলিয়ে সব আশা ভেঙ্গে গেছে।