আজিজুল হক নাসির:হেলিকপ্টার থেকে নেমে কিছু পথ মাইক্রো বাসে তারপর হাতি চড়ে তার পর পালকি হয়ে বিয়ে করতে শশুর আলয়ে পৌঁছলেন মাধবপুর উপজেলার মৌজপুর গ্রামের মরহুম সৈয়দ মোহাম্মদ লোকমান সাহেবের সফ্ট ওয়ার ইন্জিনিয়ার ব্রিটিশ নাগরিক পুত্র মোহাম্মদ নাঈম(মুকুল)।৪ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলার গোঁবর খলা গ্রামের মরহুম আঃ আওয়াল পুটু মিয়ার মেয়ে আবিদুন্নাহার খাঁনম রিমির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে এমন ব্যাতিক্রম উদ্যোগ গ্রহণ করে এলাকায় তোলপারের সৃষ্টি করেন এ ব্রিটিশ নাগরিক।হেলিকপ্টার ওহাঁতির খবর শুনে হাজার হাজার মানুষের ঢল নামে গাজিপুর ঈদগাহ ময়দানে। অনেকেই ছড়া কাটেন, হেলিকপ্টার, হাতি -পালকি চড়িয়া মাইক্রো গাড়ি-মাধবপুরের লন্ডনি দামান আইলেন শ্বশুড় বাড়ি। বর নাঈম বলেন,বর্তমান ও অতীত ঐতিয্যের সমন্বয়ে তার বিবাহ অনুষ্টান মালা সাজিয়েছেন,এবং তার এই বিয়েকে এলাকায় স্বরণীয় করে রাখতেই তার এমন ব্যায় বহুল উদ্যোগ।হাজার অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু তাহের, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্কিযোদ্ধা জাহাঙ্গীর খাঁন,বিভিন্ন সংবাদ কর্মী ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।