বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

৫ লাখ টাকা কন্ঠাকে হবিগঞ্জের উচাইল গ্রামের জ্যোৎন্সা বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যা

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫

received_1452494111713778
নবীগঞ্জ প্রতিনিধি

নবীগঞ্জ পৌর এলাকার গন্ধ্যা গ্রামে কাউন্সিলর মিজানুর রহমানকে ফাসাঁনোর জন্য প্রতিপক্ষ সুফি মিয়া লন্ডনীর কাছ থেকে ৫ লাখ টাকা কন্ঠাকে হবিগঞ্জের উচাইল গ্রামের জ্যোৎন্সা বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে কাউন্সিলর মিজানুর রহমানের বাড়ির সীমানা প্রাচীরের ভ্যান্টিলিটারের সাথে ঝুলি রেথে ছিল কথিত ছদর, আল আমীন, তাজ উদ্দিন, জাকির, কানা আকবরসহ এক দল দূর্বৃত্ত। নিরীহ জ্যোৎস্না বেগমের হত্যাকান্ডের চাঞ্চল্যকর এমন তথ্য বেরিয়ে এসেছে ধৃত আসামী ছদর মিয়া ও তাজ উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় দেয়া জবান বন্দি এবং তৎকালীন নবীগঞ্জ থানার অফিসার ইর্নচাজ মোঃ লিয়াকত আলীর দেয়া প্রতিবেদন থেকে। পরবর্তীতে মামলাটি হবিগঞ্জের ডিবি পুলিশের উপর তদন্তের দায়িত্ব অর্পিত হলে ঘটনার প্রায় ৯ মাস ২৭ দিন পর নবীগঞ্জ পুলিশের সহযোগিতায় হবিগঞ্জের ডিবি’র ওসি আব্দুর মুক্তাদির এর নেতৃত্বে একদল পুলিশ গত বৃহস্পতিবার বিকালে মৃত জ্যোৎ¯œা বেগমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেছে। একই সাথে ফোন ব্যবহারকারী গোষ্ট চন্দ্র দেব ও বিক্রেতা তপন চন্দ্র দাশকে স্থানীয় টুকের বাজার থেকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়। এ সংক্রান্ত একটি সংবাদ গতকাল শুক্রবার দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত হলে টক অব দ্যা টাউনে পরিনত হয় নবীগঞ্জ। এদিকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে মোবাইল ফোন উদ্ধারের সময় আটককৃত গোষ্ট দেব ও তপন দাশের ১৬৪ ধারায় জবান বন্দি আদালতে প্রদান করায়। গতকাল শুক্রবার হবিগঞ্জের বিজ্ঞ জুডিশিয়াল মেজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে জবান বন্দি প্রদান কালে তপন দাশ জানায়, সে উক্ত মোবাইল প্রায় ৭ মাস পুর্বে মায়ানগর গ্রামের সিএনজি চালক ছদর মিয়ার নিকট থেকে ৭৫০ টাকায় খরিদ করে। প্রায় জ্জ দিন ব্যবহার করে ব্যক্তিগত প্রয়োজনে একই গ্রামের গোষ্ট দেবের নিকট বিক্রি করে। তপন দাশ আরো জানায়, পুর্ব পরিচয়ের সুত্রধরে ছদর মিয়া ওই মোবাইলটি বিক্রি করার জন্য তাকে অনুরুধ করলে সে খরিদ করে। গোষ্ট দেব তার জবান বন্দিতে প্রায় ৭ মাস আগে তপন দাশের নিকট থেকে ৭ শত টাকায় উক্ত মোবাইল খরিদ করার কথা স্বীকার করেছে। পরে বিজ্ঞ আদালত তাদের জবান বন্দি লিপিবদ্ধ করে তাদেরকে নিজ নিজ জিম্মায় জামিন প্রদান করেন।

উল্লেখ্য, গেল বছরের ১০ ডিসেম্বর সকালে নবীগঞ্জ থানা পুলিশ নবীগঞ্জ পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর মিজানুর রহমানের বাড়ির সীমানা প্রাচীরের ভ্যান্টিলিটারের সাথে ঝুলন্ত অবস্থায় ৬ সন্তানের জননী জ্যোৎ¯œা বেগমের লাশ উদ্ধার করে। তখন থেকেই এলাকাবাসীর দাবী ছিল কাউন্সিলর মিজানুর রহমান মিজানকে ফাঁসানোর জন্য কতিপয় প্রতিপক্ষ জ্যোৎ¯œাকে অন্যত্র হত্যা করে তার মৃতদেহ কাউন্সিলরের বাড়ির সামনে ঝুলিয়ে রাখা হয়েছে। ওই ঘটনায় তৎকালীন সময়ে এলাকাবাসীর মনে আলোচনার ঝড় উঠে। আতংকের মধ্যে ছিলেন গ্রামবাসী। ঘটনার ৪ দিন পর হবিগঞ্জের উচাইল চারিনাওঁ গ্রামের মৃত মরম আলীর ছেলে ও নিহত জ্যোৎ¯œার বড় ভাই রজব আলী ফকির বাদী হয়ে বিগত ১৪/১২/২০১৪ইং তারিখে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা নং ১০ দায়ের করে। উক্ত মামলায় গন্ধ্যা গ্রামের কাউন্সিলর মিজানুর রহমানকে প্রধান আসামী করে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করা হয়। মামলার তদন্তভার তৎকালীন ওসি মোঃ লিয়াকত আলী নিজেই গ্রহন করেন। তদন্তকালে বিগত ২১/০২/২০১৫ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধিগ্ধ আসামী সিএনজি চালক এবং পুরুষউত্তমপুর গ্রামের কুবাদ আলীর ছেলে তাজ উদ্দিনকে গ্রেফতার করেন। ধৃত তাজ উদ্দিন সিআরপিসি আইনের ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবান বন্দি প্রদান করেন। এবং তার দেয়া তথ্যমতে পুলিশ অপর সন্ধিগ্ধ আসামী মায়ানগর গ্রামের জামাল মিয়ার ছেলে ছদর মিয়াকে বিগত ১/০৩/২০১৫ইং তারিখে গ্রেফতার করে। পরদিন ছদর উদ্দিনও সিআরপিসি আইনের ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে জবান বন্দি প্রদান করে। উক্ত জবান বন্দিতে নিরীহ জ্যোৎ¯œা বেগম হত্যাকান্ডের লোমহর্ষক বর্ণনা উঠে আসে।

ছদর মিয়ার হুবুহুবু জবান বন্দি নিন্মে দেয়া হলো ঃ-

নাম ছদর মিয়া, মিজানুর রহমান ১নং ওয়ার্ড কমিশনারের বাড়ি হতে দেড় কিঃ মিঃ দুরে পশ্চিম দিকে। আমি আগে রিক্সা চালাইতাম। পরবর্তীতে আমার ওস্তাদ এর সিএনজি আনুমানিক ৪ মাস ধরে আমি চালাতাম। আমার ওস্তাদ তাজ উদ্দিন এর পিতার নাম কুবাদুল্লা সাং পুরুষোত্তমপুর, নবীগঞ্জ। ঘটনার দিন অর্থাৎ ঐ মহিলা কোন তারিখে মারা যায় স্মরন নাই। আনুমানিক ০৫.০০ টার দিকে নবীগঞ্জ ষ্ট্যান্ডে তাজ উদ্দিন আমাকে এসে বলে, আউশকান্দি থেকে একটিটিপ আনতে হবে। আমি তখন নবীগঞ্জ ষ্ট্যান্ডে বদলী গাড়ী চালাতাম। তাজ উদ্দিন তার সিএনজি গাড়িসহ এসেছিল। তাজউদ্দিনের সাথে আল আমীন পিতা হাজী আব্দুল্লাহ সাং মদনপুর, থানা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ ছিল। আনুমানিক ৫/৬ টার দিকে আমি তাজ উদ্দিনের আনীত সিএনজি গাড়ী চালিয়ে তাজ উদ্দিন ও আল আমীনসহ আউশকান্দিতে পৌছি আনুমানীক ৭টার দিকে। আউশকান্দির গোল চত্বর মোড় হতে একজন মহিলা যার নাম জ্যোৎ¯œা বেগমকে নিয়ে আল আমীন ও তাজ উদ্দিনসহ আল আমীনের নতুন বাড়ি ( মায়া নগর-সাকুয়া রাস্তার পাশে) তে নামিয়ে দিই। তখন রাত ৮/৮.১৫ মিনিট হবে। ওদেরকে নামিয়ে দিয়ে আমি অন্য যাত্রী নিয়ে শেরপুর চলে যাই। আনুমানিক রাত ১০ টার দিকে আমার মোবাইল নং ০১৭৪৪৭০১৫৩৮ এ কল দেয় জাকির পিতা আব্দুল লতিফ, সাং গন্ধ্যা, নবীগঞ্জ। জাকির এর মোবাইল নং স্মরন নাই। তবে গ্রামীন নম্বার ছিল। জাকির এর কল আমি ধরতে পারিনি। আনুমানিক রাত ১.৩০ ঘটিকার দিকে আকবর উদ্দিন পিতা অজ্ঞাত বয়স ৩২/৩৫, সাং গন্ধ্যা, নবীগঞ্জ আমাকে ঘুম থেকে জেগে তুলে মায়া নগর রোডে মায়া নগর মসজিদের পাশে বলে “ একটা টিপ মারতে হবে। আকবরের সাথে মসজিদের পাশে তাজ উদ্দিন ও ছিল। তাজ উদ্দিন আমাকে তার সিএনজি গাড়ীটি নিয়ে আসতে বলে। আমি টুকের বাজার হতে গাড়ী এনে মসজিদের কাছে রাখি। রাস্তার পাশের জমি হতে আকবর উদ্দিন, আল আমীন, তাজ উদ্দিন, জমির পিতা টেনাই মিয়া সাং মায়া নগর ও জাকির মিলে মৃত অবস্থায় জ্যোৎ¯œা বেগমকে কোলে করে নিয়ে আসে। তখন রাত আনুঃ ২ টা। আমি তাদেরকে নিতে অস্বীকার করলে জাকির কিরিছ দিয়ে আমাকে প্রাণে হত্যার ভয় দেখায়। আমি তাদেরকে সিএনজি করে মিজানুর রহমানের বাড়ির ব্রীজের কাছে নামিয়ে দিই। মিজানুর রহমানের বাড়ির গেটের পাশে ঐ মহিলার লাশ গেটের ডেটির সাথে শাড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। আমি শুনেছি লন্ডনী সুফি, পিতা অজ্ঞাত সাং গন্ধ্যা এর সাথে ১নং ওর্য়াড কমিশনার মিজানুর রহমানের বিরোধ আছে। লন্ডনী সুফির আত্মীয় জাকির। লন্ডনী সুফি ৫ লক্ষ টাকা দিয়ে কন্টাক করে জাকির এর সাথে মিজানুর রহমানকে ফাসাঁনোর জন্য। ঐ মহিলার লাশ মিজানুর রহমানের গেইটের সামনে ঝুলিয়ে দিতে বলে শুনেছি। তবে কার থেকে শুনেছি স্মরন নাই। লন্ডনী সুফির সাথে জাকিরের মোবাইলে নিয়মিত কথার্বাতা হয়। আমি তার পর গাড়ি নিয়ে বাড়ি চলে আসি। আকবর ও জাকির আমাকে হুমকী দেয় যেন আমি এই মহিলার কথা কাউকে না বলি। আকবর পিতা আব্দুর রহমান সাং গন্ধ্যা আমাকে ২ হাজার টাকা দিয়ে বলে তুই দেশ থেকে চলে যা। আমি ভয়ে ঢাকা শহর চলে যাই। ঘটনার পর হতে তাজ উদ্দিন এর সাথে আমার আর দেখা হয়নি। এই আমার জবান বন্দি। ছদর মিয়ার ১৬৪ ধারায় দেয়া উক্ত জবান বন্দির পরই ঘটনার মোড় ঘুরে যায়। থানা পুলিশও ব্যাপক অভিযান ও তদন্তে মাঠে নামে। এক পর্যায়ে তৎকালীন ওসি লিয়াকত আলী একটি প্রতিবেদন প্রদান করে হবিগঞ্জের ডিবির কাছে মামলাটি হস্তান্তর করেন। ওসির প্রতিবেদনে ছদর মিয়ার জবান বন্দি এবং প্রকাশ্যে ও গোপনে তদন্তক্রমে নিহতের ভাই রজব আলী ফকির এর দায়েরী মামলায় এজাহার নামীয় কাউন্সিলর মিজানুর রহমানসহ ৫ জনের অব্যাহতি প্রার্থনা এবং আল আমীন, জাকির, তাজ উদ্দিন, জমির আলী, মহি উদ্দিন ওরপে সুফি লন্ডনী ও কানা আকবর উদ্দিন এর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় অভিযোগ পত্র দাখিল করেন। এছাড়া মৃতের শরীর থেকে উদ্ধারকৃত চিরকুট এর লেখাটি আল আমীনের হাতের লেখা বলে ধারনা করা হয়েছে। অপর দিকে মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা ডিবি ওসি আব্দুল মুক্তাদির দীর্ঘদিন ধরে মামলার তদন্তের এক পর্যায়ে মৃতের মোবাইল সেটটি উদ্ধার এবং ফোন ব্যবহারকারী ও বিক্রেতাকে আটকের পরই চাঞ্চল্যকর উক্ত হত্যাকান্ড নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এছাড়া সন্ধিগ্ধ আসামী ছদর মিয়ার ১৬৪ ধারায় দেয়া জবান বন্দিও খতিয়ে দেখছে ডিবি পুলিশ। ওসি আব্দুল মুক্তাদির বলেন, প্রকৃত অপরাধীদেরকেই আইনের আওতায় আনা হবে। নিরাপরাধ কাউকে এই মামলায় ফাসাঁনো হবে না বলেও তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!