শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি: যথাযথ মর্যাদায় সারা দেশের ন্যায় শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন হয়েছে শায়েস্তাগঞ্জে।
শনিবার সকাল ৯টায় গঙ্গানগর জননী সংসদ মন্দির প্রাঙ্গনে নারীগনের ১শত উলুধ্বনির পর বকুল চক্রবর্তীর গীতাপাঠের মাধমে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয় ।
শংক ধ্বনি ডাক ঢোল বাদ্যযন্ত্র সহকারে শায়েস্তাগঞ্জ শহরের সড়ক মহাসড়ক প্রদক্ষিন শেষে মন্দির প্রাঙ্গনে এক উনমুক্ত আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে অংশগ্রহন করেন শিক্ষক সমীরন চক্রবর্তী শংকু, বিপুল ভট্রাচার্য শিবু, শিক্ষক সত্যজিৎ বসাক, বিকাশ দেব, মিলন বসাক, সুজন বসাক, সুজিৎ বসাক, বিশ্বজিৎ বিশ্বাস, বিশ্বজিৎ দেব, উজ্জল দেব, সুশীল বসাক, অমল বসাক, বাবলু বসাক, টুটুল বসাক, বিধান দেব, চয়ন দেব, দিলিপ দেব, বিশ্বেরশ্বর দাশ, অতুল কুমার বসাক, অনীল কুমার বসাক, রিপন বসাক , সঞ্জয় দেব প্রমুখ।