জুয়েল চৌধুরী,হবিগঞ্জ: হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীকে লাঞ্ছিত করে এর ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় বখাটে রুহুল আমিন রাহুলকে (১৫) গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠাতে আদেশ দিয়েছেন আদালত।
শনিবার দুপুরে তাকে কোর্টে হাজির করা হলে বিকেল সাড়ে ৫টায় হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোহম্মদ আতাবউল্লাহ এ নির্দেশ দেন।
এছাড়াও আদালত আগামী ৩০ সেপ্টেম্বর শিশু আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য,-হবিগঞ্জ শহরের রাজনগর এতিমখানা রোড এলাকার বর্ণা অর্ণা পরিবহণের মালিক ও ট্রান্সপোর্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান মিয়ার কন্যা ওই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রীকে একই এলাকার ফজল মিয়ার ছেলে রুহুল আমিন উত্যক্ত করে আসছিল।
এ নিয়ে কয়েকবার রুহুলের পিতার কাছে নালিশ দেয় ছাত্রীটির পিতা। গত ২৬ আগস্ট বিকাল ৪টার সময় বিদ্যালয় ছুটির পর বাসায় ফেরার পথে মহিলা কলেজের নিকট ওই ছাত্রীর পথরোধ করে রুহুল আমিন প্রকাশ্যে রাস্তায় ওই ছাত্রীকে চড়-থাপ্পর মেরে লাঞ্ছিত করে।
এ ঘটনাটি সাথে থাকা অন্যান্যরা ভিডিও চিত্র করে ছড়িয়ে দেয়া হয় ফেসবুকসহ ইউটিউবে।
ভিডিওচিত্র ১ সেপ্টেম্বর ফেসবুকে ছড়িয়ে পড়লে সারাদেশে চাঞ্চল্য তৈরি হয়। পরে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাহুলকে সদর উপজেলার রিচি গ্রামের জনতা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে।
এ ঘটনায় ওই ছাত্রীর পিতা শাহজাহান বাদি হয়ে রুহুল আমিনকে প্রধান করে তার দুই সহযোগি শান্ত ও হৃদয়কে ও অজ্ঞাত কয়েকজনকে আসামী করে নারী নির্যাতন দমন আইন ২০০০-১০/৩০ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬-৯৭/(২) ধারায় মামলা করেন।
শনিবার ওই মামলায় রুহুল কে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে আদালত তাকে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।
এদিকে আটক রুহুল আমিন সাংবাদিকদের জানায়, ওই ছাত্রীর সাথে তার প্রেমের সর্ম্পক ছিল। কিন্তু তাকে পরবর্তীতে প্রত্যাখান করায় সে এ চড় থাপ্পড় মারে। তবে ভিডিও ধারণ সে করেনি। করার ইচ্ছাও ছিলনা।
এব্যাপারে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, আদালতে প্রেরণ করা হয়েছে।
রিমান্ডের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে জানান, আদালতের সিদ্ধান্ত মোতাবেক সিদ্ধান্ত নেয়া হবে। তবে অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।