হবিগঞ্জ প্রতিনিধি ঃ হবিগঞ্জে প্রকাশ্যে স্কুলছাত্রীকে নির্যাতনের প্রতিবাদ ও অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
রোববার সকাল ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পযর্ন্ত ওই বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ মানববন্ধনে সভাপতিত্ব করেন হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আক্তার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন-হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ ও হবিগঞ্জ মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- হবিগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ নজমুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক সভাপতি সৈয়দ কামরুল হাসান, বাহুবল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শামসুর জামান মাসুদ, হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল লেইছ, জেলা বাসদ সমন্বয়ক হুমায়ুন খান, কমিউনিস্ট পার্টির সেক্রেটারি পীযুষ চক্রবর্তী, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফ হোসেন ও হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক একে এম রেজাউল করিম।