নিজস্ব প্রতিবেদকঃ
দেশজুড়ে আজ অতিবৃষ্টি বন্যা ও ঘূর্ণিঝড়ে কৃষিসহ বিভিন্ন খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে অতিবৃষ্টি ও পাহাড় এবং চা বাগান থেকে নেমে
আসা বৃষ্টি পানিতে কালিশিরী ও চুনারুঘাট উপজেলায় বিভিন্ন স্থানে বন্যা
দেখা দিয়েছে।আজ অতিবৃষ্টিতে কালিশিরী উত্তর, মধ্য ও উত্তর-পূর্বদিকে
বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিয়েছে। এসব প্রাকৃতিক দুর্যোগের কবলে বেশী
ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের দরিদ্র অসহায় রহমত মিয়ার পরিবার ও মৎস
ব্যবসায়ীহিক আব্দুর রহমানের (উপরে ছবি দেওয়া আছ) ব্যাপক ক্ষতি হয়েছে
।প্রাথমিকভাবে ২ লাখ ৪৪ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গ্রামের
প্রত্যক্ষদর্শীদের এক পরিসংখ্যান থেকে জানা গেছে। অসহায় রহমত মিয়ার
একটি বাড়ী ভেঙ্গে ২ টি গরু মারাত্মক ঝকম পায় এবং ১ টি মারা যায় এবং
মৎস ব্যবসায়ীক রহমান মিয়া মাছ চাষের পিষারি থেকে সব মাছ বাহির হয়ে
যায়।রহমান মিয়ার ব্যাপক ক্ষতি হয়েছে।