সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ কলিমনগরে খ্রিস্টিয়ান মিশনে শুভ বড় দিনের উপাসনা অনুষ্ঠানে কেক কাটায় আনন্দ উৎসব পালন করা হয়েছে।
জানা যায়, সারাদিন ব্যাপি শুভবড়দিন ও আসন্ন ইংরেজী নববর্ষ উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো জাকজমকের সাথে শায়েস্তাগঞ্জ কলিমনগরে খ্রিস্টিয়ান মিশনে এই বড়দিনে যীশুখ্রিষ্ট পৃথিবীতে মানবরুপে মানুষের মুক্তির জন্য এসেছিলেন। তিনি সকরের জন্যে মঙ্গলের বানী বহন করে নিয়ে এসেছিলেন।
সারা বিশ্বের ন্যায় শায়েস্তাগঞ্জ করিমনগরে খ্রিষ্টিয়ান মিশনে জাকজমকপূর্ণ ভাবে এই অনুষ্ঠান পালন করা হয়েছে শুভ বড়দিনের উৎসব। তাই বর্নিল সাজে সাজানো হয়েছে গির্জাগুলো।
যীশুর জন্ম উৎসব পালন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায় শেষ করেছে তাদের মাস ব্যাপী প্রস্তুতি।
ডিসেম্বরের শুরুতেই খ্রিষ্টান পরিবার গুলোতে শুরু হয়ে যায় বড়দিনের আমেজ। বড় দিনের অন্যতম প্রধান আকর্ষণ ক্রিসমাসট্রি, যীশুর জন্মস্থানের আদলে গোসল সাজানো, আলোকসজ্জার পাশাপাশি মজাদার কেক, মিষ্টি, আর নানা রকম পিঠা তৈরী, প্রিয়জনদের কে উপহার দেয়া হয়েছে। বড়দিনের আয়োজনে পিছে নেই শায়েস্তাগঞ্জ কলিমনগরের খ্রিষ্টান ধর্মালম্বীরাও।
কলিমনগরের খ্রিষ্টন মিশনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়েছে।
এ উৎসবে শিশুদের জন্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আইসক্রিম, জুস সহ বিভিন্নধরণের খাবারের ব্যবস্থা ছিল।
উক্ত উপাসনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলিমনগর চার্চের মিঃ নেলসন সরকার, মিঃ সন্দিপ সরকার, মিঃ জেম্স সরকার, মিঃ মৃদুন সরকার, মিঃ হিউন সরকার, মিঃ তেনজিং ঘোষ, মিসেস অমিতা সরকার, মিসেস নীলিমা সরকার সহ তাদের অসংখ্য দুর-দুরান্তের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
পাশাপাশি পুলিশ প্রসাশন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা ছিলেন।
শুভ বড়দিনে সার্বিক নিরাপত্তা দিচ্ছে শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক সহ একদল পুলিশ। এ নিরাপত্তা প্রদান করায় স্থানীয় খ্রিষ্টিয় চার্চের নেতৃবৃন্দ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন।