বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে সন্ধ্যায় ছিনতাই হয়েছে। সড়কে অটোরিসকা (সিএসজি) গতিরোধ করে যাত্রীর সোনা নগদ টাকা মোবাইল সেটসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার বিশ্বনাথ-পুরকায়েস্থবাজার-কুরুয়াবাজার সড়কের ভোগশাইলস্থ আকাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের একাভিম গহরপুর গ্রামের পারভেজ আহমদ তার চাচী ও চাচাত বোনকে নিয়ে বিশ্বনাথে এসে ইসলামী ব্যাংক থেকে ৮০ হাজার টাকা উত্তোলন করেন। ৮০ হাজার টাকা থেকে প্রায় ১০ হাজার টাকা বাজারে খরছ করে সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন।
বাড়ি ফেরার পথে বিশ্বনাথ-পুরকায়েস্থবাজার-কুরুয়াবাজার সড়কের ভোগশাইলস্থ আকাপুর নামক (মন্দিরের) সামনে হঠাৎ করে একটি মোটরসাইকেল অটোরিসকার সামনে গিয়ে গাড়ির গরিরোধ করে। এসময় মোটরসাইকেল থেকে দুই যুবক যাত্রীদের মাথায় দারালো অস্ত্র টেকিয়ে নগদ ৭০ হাজার টাকা, ৪ ভরি সোনা ও ৩টি মোবাইল সেট নিয়ে বিশ্বনাথের দিকে পালিয়ে যায়।
এ ব্যাপারে পারভেজ আহমদ বলেন, অস্ত্র টেকিয়ে নগদ ৭০ হাজার টাকা, ৪ভরি সোনা ও ৩টি মোবাইল সেট নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তিনি বলেন, তাদের মাথায় হ্যালমেট ছিল।