মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় ইন্টারনেট সপ্তাহ-২০১৫ উপলক্ষে দু’দিন ব্যাপী ডিজিটাল মেলা উদ্ভোধন করেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ। বুধবার সকাল ১০টায় মেলা উদ্ভোধন শেষে উপজেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রায়হানুল হারুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, উপজেলা শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিন চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরোয়ার সুলতান আহমদ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসার কর্মকর্তা সাফিয়া ফেরদৌসী, জনাব আলী ডিগ্রী কলেজ প্রিন্সিপাল সাফিউজ্জামান খান, ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা রমনী মোহন পাল, একটি বাড়ি একটি খামার সমন্বয়কারী তমাল বিজন তালুকদার, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ বশির আহমদ, প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক মিয়া, আতাউর রহমান চৌধুরী প্রমুখ।
মেলায় অংশগ্রহনকারী স্টলের মধ্যে অন্যতম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ইউডিসি ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম, ইউডিসি ৮নং খাগাউড়া, ইউডিসি ১৩নং মন্দরী, একটি বাড়ি একটি খামার, জনাব আলী ডিগ্রী কলেজ, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়, উপজেলা কৃষি অফিস, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল, আদর্শ উচ্চ বিদ্যালয়, তথ্য কেন্দ্র গ্রামীন ফোন, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা, ব্র্যাক ব্যাংক, উপজেলা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।