হবিগঞ্জ: হবিগঞ্জে ‘সড়ক নিরাপত্তা আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার’ শ্লোগান নিয়ে হবিগঞ্জ পৌরবাস টার্মিনালে অনুষ্ঠিত হয়েছে সড়ক নিরাপত্তা সচেতনতা ক্যাম্পেইন।
বুধবার দুপুরে মটর মালিক গ্র“পের মিলনায়তনে ব্য্যাক, মোটর মালিক গ্র“প ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করে।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুর ইসলাম।
আলোচনায় অংশ নেন, মটর মালিক গ্র“পের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক শঙ্খ শুভ্র রায়, বিআরটিএর সহকারী পরিচালক হাবিবুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আফসার আহমেদ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সজিব আলী, ট্রাফিক পরিদর্শক আনিছুর রহমান, সিরাজুল ইসলাম খান, সাদত হোসেন, জিতু মিয়া, শফিুকুর রহমান চৌধুরী, মশিউর রহমান, জিএম সুমন, আবিদুর রহমান, দিয়ারিছ মিয়া ও সাইদুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন রিসোর্স পার্সনগন পরিবহন ফিটনেস, সড়ক দুর্ঘটনায় উদ্ধার প্রক্রিয়া,রোড সাইন ব্যবহার ও নিরাপদ গাড়ী চালনার ১২ বিধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে শ্রমিকদের লেখা নিয়ে একটি দেয়াল পত্রিকা উন্মোচন করা হয়। মাধবপুর গণ নাটক দল নাটক ও সঙ্গীত পরিবেশন করে।