হাজী আব্দুল বাছিত,আরব আমিরাত থেকে: জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর ভালবাসা, শ্রদ্ধা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরব আমিরাতে যুবদলের উদ্যোগে সর্বত্র যথাযথ মর্যাদায় ৪৩ তম মহান বিজয় দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মহান বিজয় দিবস ও আলোচনা সভা গতকাল বুধবার শারজার হোদাইবিয়া হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামিম এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাতের কেন্দ্রীয় বিএনপির সভাপতি জাকির হোসেন ।
প্রথমে শুভেচ্ছা বক্তব্য রাখেন শারজাহ যুবদলের সম্মানিত সদস্য হয়াতুন্নবী, যুবদলের সহসভাপতি সিজিল আহমেদ,শারজাহ বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল আলম,আবুদাবি যুবদলের সভাপতি আতাউর রহমান নোমান, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি বেলাল আহমে, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ছালেহ আহমেদ তালুকদার,পুষপাঙ্গন সমাজকল্যাণ সংস্থার সভাপতি এম এ হক,শারজাহ যুবদলের আহ্বায়ক প্রকৌশলী আজিজুর রহমান,শারজাহ যুবদলের সদস্যসচিব আরমান চৌধুরী,শারজাহ স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরউন্নবী প্রমুখ৷