নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের বিশিষ্ট মুরুব্বী মান উল্লা মিয়ার সহধর্মীনি এবং বাংলাদেশ সেনা বাহিনীর সার্জেন্ট (অবঃ) মাতা মায়া বেগম আর নেই। তিনি তকাল বৃহস্পতিবার ভোর ৫.১০ ঘটিকায় ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি. . . . রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্বামী, ৪ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমা মায়া বেগম নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মরহুম এটিএম নুরুল ইসলাম খেজুর এর ফুফু। গতকাল বেলা ৫ ঘটিকায় নবীগঞ্জ শাহী ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মরহুমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে সেনাবাহিনীর সার্জেন্ট (অবঃ) মহিবুর রহমানের মাতার মৃত্যুতে নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, হিরা মিয়া গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম স্বপন আহমদ বশির, হযরত মাওঃ নুরুল হক নবীগঞ্জী, প্রেস ক্লাব সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শহীদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।