সৌদিআরব প্রতিনিধি ঃ মক্কার প্রধান মসজিদের (মসজিদুল হারাম) নির্মাণ কাজের ক্রেন ভেঙে পড়ে কমপক্ষে ৫২ জন নিহত ও ১০০ জনের মত অনেকে আহত হয়েছেন। শুক্রবার ওই অঞ্চলে বায়ুর বেগ বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অনেক হজযাত্রীও রয়েছেন বলে জানা যাচ্ছে।
সৌদি নিউজ চ্যানেল আল আরাবিয়া এ খবর জানিয়েছে।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান পরিচালকও তার টুইটে ৫২ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছেন।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, আহত প্রায় ৩০ জন।
উল্লেখ্য, চলতি মাসের শেষ নাগাদ মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন হজ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বহু হজযাত্রী সেখানে গিয়ে পৌঁছেছেন।