প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্রাহ্মণবাড়িয়ায় আকবর আলী রেজভী সুন্নী আল ক্বাদেরী (র.) এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার শহরের খৈয়াসার গেদু মিয়ার বাড়ীতে বিশ্বের মোজাদ্দেদে দ্বীন ও মিল্লাত, ইমামে আহলে সুন্নাত ওলিয়ে আফরাদ, রাসুলনোমা প্রবীণতম মোহাক্কিক, আলেমী দ্বীন, শেরে গাজী হযরত আল্লামা আলহাজ্ব আকবর আলী রেজভী সুন্নী আল ক্বাদেরী (র.) এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় ওয়াজ বয়ান করেন ওয়াজিনে একরাম প্রধান মোয়াল্লেম মাষ্টার আব্দুল বাছেত আল আকবরী, ব্রাহ্মণবাড়িয়া সদর, মাওঃ মুজিবুর রহমান রেজভী, মাওঃ আব্দুল্লাহ রেজভী নবীনগর, মাওঃ আনোয়ার হোসেন রেজভী ব্রাহ্মণবাড়িয়া সদর। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজভীয়া দরবার শরীফের সাবেক মহাসচিব সিদ্দিকুর রহমান, মোঃ আবু বক্কর রেজভী (জীবন), মোঃ ইউনুস মিয়া রেজভী চান্দিনা কুমিল্লা, মোঃ আলী আজগর রেজভী। উক্ত স্মরণ সভায় দোয়া কামনায় রেজভীয়া দরবার শরীফের খাদেম পীরজাদা ওবায়দুল হামেদ আল আকবরী। সার্বিক সহযোগিতায় ছিলেন আকবরীয়া দরবার শরীফের সকল মুরীদ ও ভক্তবৃন্দ।